৮৬৫ মিনিট আগের আপডেট; রাত ১২:৫৭; মঙ্গলবার ; ২২ এপ্রিল ২০২৪

ব্লাস্ট কক্সবাজারের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া ১০ জানুয়ারী ২০২১, ২০:৩১

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বংলাদেশে গ্রাম আদালর সক্রিয়করণ প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাস্টের কক্সবাজার জেলার সাবেক ও বর্তমান সহকর্মীদের পূণর্মিলনী-২১ অনুষ্টিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) চকরিয়া উপজেলা পর্যটন স্পট ডুলহাজারা সাফারী পার্কে এ পুণর্মিলনী সম্পন্ন হয়।

এই উপলক্ষে ওইদিন বিকালে ডুলহাজারা সাফারী পার্কের পিকনিক স্পটে সংক্ষিপ্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকল্প সমন্বয়কারী বশির আহমদ মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাবেক জেলা সমন্বয়কারী অলোক কুমার রায়’র পরিচালানয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লাস্টের (অর্থ) সমন্বয়কারী মাহাফুজ রানা,পর্যবেক্ষণ ও প্রতিবেদন সমন্বয়কারী মোঃ রাশেদুল হক,ইউএনডিপির প্রকল্পের জেলা সহায়ক এ মং মারমা, কক্সবাজার জেলা সমন্বয়কারী মো. আলমগীর হোছাইন, উপজেলা সমন্বয়কারী টিটু বড়ুয়া, সাবেক উপজেলা সমন্বয়কারী মো. রাশেল, মো. সায়েম, মো. কাদের, শিপন বড়ুয়া, উপজেলা সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন, গ্রাম আদালত সহকারীদের মধ্যেও অনেকে বক্তব্য রাখেন।

উক্ত পুনর্মিলনীতে গ্রাম আদালতের সাবেক ও বর্তমান উপজেলা সমন্বয়কারী,গ্রাম আদালত সহকারী ও তাদের পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে এভিসিবি ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অবদান রাখায় গ্রাম আদালত সহকারীদের বিশেষ সম্মাননা স্বারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।