১০৫ মিনিট আগের আপডেট; রাত ১:৫৫; শুক্রবার ; ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে পিআইবি’র তিনদিন ব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারী ২০২১, ২০:৫৬

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’।রোববার (২৪ জানুয়ারি) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।

প্রশিক্ষনের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, দেশের অনুসন্ধানী সাংবাদিকতার আইডল, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। পৃথক তিনটি সেশনে তিনি ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব’, ‘অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়’, ‘অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরিতর গবেষণার গুরুত্ব’ ও ‘অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহঃ উন্নয়ন, অর্থনীতি, অপরাধ’ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। এছাড়াও ‘রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক শাহ আলম।

এর আগে সকালে প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন । আগামীকাল মঙ্গলবার এ প্রশিক্ষন কর্মশালা শেষ হবে। সমাপনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।