১২৬০ মিনিট আগের আপডেট; রাত ৩:৪৩; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

মাতামুহুরী নদী পথে নৌকা ভ্রমণ

আমার কক্সবাজার প্রতিবেদক ০৭ মার্চ ২০২১, ২০:৩২

কিছু কিছু সৌন্দর্য আছে যেটা শুধু মনের ফ্রেমে বেঁধে রাখা যায়। চোখে সামনে ভাসতে দেখা যায় সেসব সৌন্দর্য। ঘুরে ফিরে শুধু এই কথা গুলোই বলা যায় অপরূপ, অভূতপূর্ব, অলৌকিক, অবিশ্বাস্য ইত্যাদি!

পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝিঁরি নদীতে ঝরনা ধারার শব্দ, উৎপাদিত ফসল-বাঁশ-গাছ, বেত, মাছ, শসা, পেপে, কলা বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য বেশ উপভোগ করা যায়। যার পুরোটাই সবুজ পানির মাতামুহুরীকে কেন্দ্র করে। তাই এখন ভ্রমণ পিপাসুদের কাছে আর্কষনীয় হয়ে উঠেছে নৌকা পথে মাতামুহুরী ভ্রমণ।

মাতামুহুরী নদী পথে নৌকা ভ্রমণ জনপ্রিয় হয় গত তিনবছরে। সব বয়সী মানুষেরা মাতামুহুরী নদী পথের এই ভ্রমণকেই আর্কষণীয় ভাবছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে নদী পথে ভ্রমণের জন্য বের হয় বেশিরভাগ মানুষ। 

সম্প্রতি মাতামুহুরী নদীর সুরাজপুর এলাকা থেকে ছবিগুলো তুলছেন ফটোগ্রাফার সাজ্জাদ নিশু।