৪৯১ মিনিট আগের আপডেট; দিন ৭:৩৪; বৃহস্পতিবার ; ১৭ এপ্রিল ২০২৪

টেকনাফে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৬

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঝিমংখালীতে পাহাড়কাটার সময় মাটি চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি থাইংখালী হাকিমপাড়া ক্যাম্প-১৪, ব্লক-৭ এর বাসিন্দা।

রোববার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক নিয়ে ঝিমংখালী বিটের নিকটে ২টি মিনিট্রাক (ডাম্পার) যোগে পাহাড়কাটার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাড়ির একটি দল ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ছুরতহাল রিপোর্ট শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে হোয়াইক্যং পুলিশ ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মুজিবর জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ঝিমংখালী-নয়াপাড়ার যথাক্রমে হেলাল ও গফুর নামের দু’জনের মালিকানাধীন ২টি ডাম্পার রাতে স্থানীয় বিট অফিসকে ম্যানেজ করে বিরামহীনভাবে পাহাড় ও টিলা কেটে আসছিল। এদের ট্রাকে পাহাড় কাটারর কাজ করতে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।