৯৮৯ মিনিট আগের আপডেট; দিন ১১:১৩; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় মহাসড়কে টমটম খাদে পড়ে এক গৃহিনীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২১, ১৫:৫৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টমটম গাড়ী খাদে পড়ে খুরশিদা আকতার (৩০) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া ঢালাই মহাসড়কে এ র্দূঘটনা ঘটেছে। নিহত খুরশিদা আকতার (৩০) কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা কলিম উল্লাহ স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালার পিছন থেকে হরণ বাজানো ট্রাক গাড়ীকে সাইড দেওয়ার লক্ষে টমটম গাড়ীটি একটু পশ্চিম পাশে সরাতে গিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে টমটমে থাকা একই পরিবারের পুরুষ-মহিল ৮জনের মধ্য খুরশিদা ঐ টমটম গাড়ীর চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার পূর্বক মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতকে চেক করার পর মৃত্যু ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইনর্চাজ সাফায়েত হোসেন বলেন, টমটম গাড়ীটি খাদে পড়ে এক মহিলা আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। তবে র্দুঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে। মহাসড়কে চলা নিষিদ্ধ গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।