১২১৫ মিনিট আগের আপডেট; রাত ২:৫৯; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

পুঁচকে কাঁকড়ার পেছনে ছুটছে একদল সিংহ

অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২১, ২২:০৩

ছোট্ট একটা কাঁকড়া। বড়জোর চার ইঞ্চি হবে আকারে। এই পুঁচকে কাঁকড়াই মন কেড়ে নিয়েছে একদল সিংহের। সব ফেলে ক্ষুদে প্রাণীটির পেছনে দলবল নিয়ে ছুটছে জঙ্গলের রাজা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে।

এমনিতেই ছোট কিংবা বড়- আকারে যাই হোক বিড়াল গোত্রীয় প্রাণীর মধ্যে কৌতুহলের শেষ নেই। সেই কৌতুহলেই হয়তো একটা কাঁকড়ার পেছনে ছুটেছে একদল সিংহ।

দু'মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ছোট কাঁকড়া কিভাবে হাঁটছে, কী করছে- গভীর মনোযোগে অনেকক্ষণ ধরে তা পর্যবেক্ষণ করছে কমপক্ষে পাঁচটি সিংহ।

ভিডিওটি দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় ক্রুগার জাতীয় উদ্যানের মালামালা প্রাইভেট গেম রিজার্ভে তোলা হয়েছে। ভিডিওটি ধারণ করেছেন সেখানকার দুই কর্মী।

ভিডিওতে দেখা গেছে,বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি কাঁকড়া। সেদিকে তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে একদল সিংহ।গুটি গুটি পায়ে বালির উপর চলা কাঁকড়ার পেছন পেছন ভীষণ কৌতুহলে যেতে থাকে সিংহগুলো। পুঁচকে প্রাণীটি  আসলে কী তা বোঝার জন্য গন্ধও শুঁকে দেখে সিংহ।

গত ২৯ জুন ভিডিওটি শেয়ার করা হয়। এ পর্যন্ত ভিডিওটি দুই লাখেরও বেশি মানুষ দেখেছে।