৩৬৯ মিনিট আগের আপডেট; দিন ২:৫৯; শনিবার ; ১৯ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৬

অনলাইন ডেস্ক ২৫ জুলাই ২০২১, ১৫:৩৫

টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসের পর নিহত বেড়ে অন্তত ১৩৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে শত শত গ্রাম প্লাবিত ও ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় কর্তৃপক্ষ ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় মহারাষ্ট্রের দুটি গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ছোট্ট একটি গ্রামে ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় ভূমিধস হচ্ছে এবং নদীগুলো প্লাবিত হয়ে গেছে। এ নিয়ে গত শুক্রবার (২৩ জুলাই) জরুরি বৈঠকও করেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিধসে প্রাণহানির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী বেশ কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত মুম্বাইয়ে একটি সাধারণ ঘটনা। প্রতিবছরই বর্ষাকালে শহরটিতে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়।