১১৯৭ মিনিট আগের আপডেট; রাত ২:৪০; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

ঈদগাঁওতে জমি দখলে নিতে দুই ভাইয়ের পা থেঁতলে দিল ভূমিদস্যুরা

নিজস্ব প্রতিবেদক ২৮ অগাস্ট ২০২১, ১১:৩৯

ঈদগাঁওয়ের পোকখালীর গোমাতলীতে মো:তাজনুভা কামাল আবদুল্লাহ নামে এক ব্যক্তির লিজকৃত জমি দখলে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে একই ইউনিয়নের মৃত আলতাজ মিয়ার ছেলে এম আবদুল্লাহ খাঁন ও তাঁর নেতৃত্বে ৮/১০ জনের একদল ভূমিদস্যুরা। 

এই ঘটনায় তাজনুভা কামাল আবদুল্লাহকে শালিশে ডেকে মারধরের পর তার বাবা কামাল পাশা ও তার চাচার পা থেঁতলে দেয় ভূমিদস্যুরা। তারা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।

এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈদগাঁও থানায় একটি এজেহার দায়ের করেছেন মো: তাজনুভা কামাল আবদুল্লাহ। গত সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় দিকে উপজেলার উত্তর গোমাতলীতে এই হামলা ঘটনা ঘটে। 

এজেহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত কয়েক বছর ধরে গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সরকারি বন্দোবস্তি প্রাপ্ত ১.৬০ একর জমিতে পুকুর পাড়সহ লিজ নেয়। যার আরএস দাগ নং ৪০১। 

যার ভাড়াও নিয়মিত সমিতি বরাবরে পরিশোধ করে। অন্যান্য বছরের ন্যায় চলতি বছরের সেখানে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে।

কিন্তু হঠাৎ গত সোমবার বিকালে এলাকার চিহ্নিত ভূমিদস্যু চক্রের অন্যতম এম আবদুল্লাহ নেতৃত্বে সাইফ উদ্দিন, নজরুল ইসলাম,সিরাজুল ইসলাম, আব্দুস সালাম সওদাগর, হাকিম আলী, ফাহমিদুল ইসলাম, মিজবাহ উদ্দিন, মোসলেম উদ্দিনসহ আরো ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র মিলে হাঁকবকা করে। মো:তাজনুভা কামাল আবদুল্লাহ পুকুরে পোনা ফেলে দখলের চেষ্টা করে।এতে বাঁধা দিলে তারা এটি মিমাংসা জন্য শালিশ বৈঠকে ডাকে ঐ সময়। 

একপর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নুরুল হকের দোকানের সামনে দলবল নিয়ে অতর্কিত লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে লাথি ঘুষি কিল মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং পরে তার বাবা ও তাকে মাটিতে ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে।

পরে তার বাবা তাকে টেনে হিছড়ে তাকে উদ্ধার করে। এসময় তাকে না পেয়ে তার বাবাকেও লোহার রড দিয়ে বাম পায়ে সজোরে হাড় ভাঙ্গা আঘাত করে। এতে তার বাবা কামাল পাশার পায়ে থেঁতলে যায়। পরে তারা গুরুত্বর আহত হয়-সে সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এই ঘটনা একদিন পর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে আবদুস ছালাম সওদাগরের ছেলে পুলিশের কর্মরত রফিকুল ইসলামের নেতৃত্বে তার চাচাকে একা পেয়ে একই ভাবে হাটুতে হাড় ভাঙ্গা আঘাত করে। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে তাজনুভা কামাল বলেন, এই জমি তিন বছর ধরে আমরা লিজ নিয়ে ভাড়া পরিশোধ করে আসছি। হঠাৎ এসে তাদের বলে দাবি করে। এবং তার পুকুরে পোনা ফেলতে শুরু করে। 

এই জমি তারা দখলে আছে দাবি করে, চিহ্নিত ভূমিদস্যু চক্রের অন্যতম এম আবদুল্লাহ নেতৃত্বে সাইফ উদ্দিন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম সওদাগর, হাকিম আলী, ফাহমিদুল ইসলাম, মিজবাহ উদ্দিন, মোসলেম উদ্দিনসহ আরো ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ভূমিদস্যুরা হামলা চালায়। 

তিনি আরও বলেন, আব্দুস সালাম সওদাগর এক পুত্র পুলিশে কর্মরত থাকায় তারা এই ভূমিদস্যুতা করে আসছে। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলেই তাদের ওপর নেমে আসে মামলা হামলা। 

তিনি আরও বলেন, এম আবদুল্লাহ বিরুদ্ধে বন ও ভূমিদস্যু অভিযোগ বহু পুরনো তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে যা সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করলে বেরিয়ে আসবে। আমরা এই হামলার বিচার আইনানুসারে চালিয়ে যাব।

ভুক্তভোগী পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন তারা।

গোমাতলী ভূমিহীন সমবায় সমিতি সাধারণ সম্পাদক ছৈয়দ আকবর জানান, কয়েক বছর ধরে মো: তাজনুভা কামাল আবদুল্লাহ সরকারি বন্দোবস্তি প্রাপ্ত ১.৬০ একর জমিতে পুকুর পাড় সহ লিজ নিয়ে চাষ করে। যার আরএস দাগ নং ৪০১। এলাকার এটি প্রভাবশালী তার পুকুরে পোনা ফেলে তাদের বলে দাবি করে এতে বাঁধা দিলে তাদের ওপর হামলা চালায়।

এব্যাপারে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিম জানান,এঘটনায় থানায় এজেহার জমা দিয়েছেন। এটি যাচাই-বাছাই করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ভূমিদস্যু চক্রটি এলাকার অসহায় মানুষের জায়গায় জমি দখল করে রামরাজত্ব কয়েম করছে। তাই এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।