অনলাইন ডেস্ক: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩
আজ ২৩তম জন্মদিন পালন করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনের হোমপেজে গেলে দেখতে পাবেন গুগলের জন্মদিনের ডুডল। গুগলের লোগোর বদলে কেকের ছবি। অ্যানিমেটেড ছবিতে কেকের ওপরে ইংরেজিতে ‘২৩’ লেখা।
মজার ব্যাপার হলো, গুগল প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। প্রথম সাত বছর ৪ সেপ্টেম্বরে জন্মদিন পালনও করেছে প্রতিষ্ঠানটি। তবে গুগলের সার্চ ইনডেক্সে রেকর্ডসংখ্যক ওয়েবপেজ লিপিবদ্ধ করার দিনের সঙ্গে জন্মদিন মেলাতে ২০০৫ সাল থেকে ২৭ সেপ্টেম্বরে জন্মদিন পালন করে আসছে গুগল।
বিশেষ দিনগুলো উদ্যাপনের জন্য গুগলের হোমপেজে লোগো বদলানোর এই রীতি, অর্থাৎ গুগল ডুডলের শুরুটাও সেই ১৯৯৮ সালে। গুগলের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির এক মাস আগেই ডুডলের মাধ্যমে জানানো হয়, গুগলের দুই প্রতিষ্ঠাতা সে বছর ‘বার্নিং ম্যান’ উৎসবে যোগ দেবেন, অফিসে থাকবেন না।
বর্তমানে বিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা করেন সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সের্গেই ব্রিনকে ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল, তিনি যেন ল্যারি পেজকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। পেজ তখন স্ট্যানফোর্ডে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন। পরের বছর তাঁরা দুজন ডরমিটরির কক্ষে গুগলের প্রথম পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেন।
২০১৫ সালের ২৪ অক্টোবর থেকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।