৭০৬ মিনিট আগের আপডেট; দিন ১০:৫৯; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

দৃশ্যমান হলো বুধ গ্রহের প্রথম ছবি

অনলাইন ডেস্ক ০৩ অক্টোবর ২০২১, ১১:১৬

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের প্রথম ছবি দৃশ্যমান করেছে ইউরোপীয়-জাপানিজ মিশনের নভোযান বেপি-কলম্বো।

বিবিসি বলছে, ২০১৮ সালে নভোযানটি যাত্রা শুরু করে গত শুক্রবার এসে প্রথমবার ছবি ধারণ করতে সক্ষম হলো।

বুধের ২০০ কিলোমিটার বা ১২৫ মাইল দূর থেকে ছবি দৃশ্যমান করতে পেরেছে বলে জানিয়েছে ইউরোপীয়ান স্পেস এজেন্সি। তবে তার পর্যবেক্ষণ ক্যামেরায় ধারণকৃত ছবিটি সাদা-কালো এবং কম রেজুলেশনের।

এটি যাত্রা শুরু করে ২০১৮ সালের ২০ অক্টোবর। বুধে যেতে এই যানকে পার করতে হচ্ছে তিনটি ধাপ। প্রথম ধাপে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার পর শুক্রকে প্রথম প্রদক্ষিণ করে ২০২০ সালে। গত ১৬ আগস্ট দ্বিতীয়বার প্রদক্ষিণের সময় শুক্র থেকে নভোযানটির দূরত্ব ছিলো সাড়ে তিনশ মাইল। সব শেষ ধাপে রহস্যঘেরা বুধের দিকে যাত্রা করে বেপি-কলম্বো। অবশেষে আজ বুধের ছবি দৃশ্যমান করলো বেপি-কলম্বো। আগামী ৪ বছরে ছয় বার প্রদক্ষিণের পর বুধে পৌঁছাবে নভোযানটি।

বুধে পৌঁছে দুইভাগে বিভক্ত হয়ে যাবে বেপি-কলম্বো। ইউরোপীয়ান স্পেস এজেন্সির তৈরি মূল অংশটি বুধের উপরের তল ও অভ্যন্তরীণ গঠন নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। তৈরি করবে সেখানকার ভূপৃষ্ঠের মানচিত্র। অন্যদিকে জাপানের তৈরি যানটি কাজ করবে গ্রহের চুম্বকীয় ক্ষেত্র ও সৌরজগতের উৎপত্তি নিয়ে। এর আগে বুধ গ্রহে সফল দুটি অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।