৯৩৬ মিনিট আগের আপডেট; রাত ২:৪৩; বৃহস্পতিবার ; ২৭ মার্চ ২০২৪

করোনায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যু

অনলাইন ডেস্ক: ১৯ অক্টোবর ২০২১, ১২:২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল কলিন পাওয়েল মারা গেছেন। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে তাঁর পরিবার। ৮৪ বছর বয়সী পাওয়েল করোনায় আক্রান্ত ছিলেন।

ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছে, ‘কোভিড-১৯ জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল কলিন এল পাওয়েল আজ সকালে বিদায় নিয়েছেন। আমরা একজন স্মরণীয় ও ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারালাম।’

কলিন পাওয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। ইরাক যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। গত শতকের শেষ দশক এবং চলতি শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক পরিকল্পনায় কলিন পাওয়েল বেশ পরিবর্তন আনেন।