১১৮৩ মিনিট আগের আপডেট; রাত ২:২৭; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

কুতুবদিয়ায় ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া ১৭ নভেম্বর ২০২১, ১৭:০০

কুতুবদিয়া অফিসার্স ক্লাব মাঠে সংস্কারকৃত ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় অফিসার্স ক্লাব কুতুবদিয়া সংস্কারকৃত ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী। 

অফিসার্স ক্লাব কুতুবদিয়ার সাধারণ সম্পাদক ও কুতুবদিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লেলিন দের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গণি, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইশতাহাদুল হক,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিমল শীল, কুতুবদিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সমীর শীল উপস্থিত ছিলেন।