৪৭৩ মিনিট আগের আপডেট; দিন ৫:৫১; শনিবার ; ০৮ ডিসেম্বর ২০২৩

ঢাবির বঙ্গমাতা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন কক্সবাজারের মেয়ে কাজল

ঢাবি প্রতিবেদক ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল বঙ্গমতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন কক্সবাজারের মেয়ে সানজিদা ইয়াসমিন (কাজল)। কক্সবাজারের টেকনাফের এই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে অধ্যয়নরত। তিনি মাধ্যমিকে টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক পড়েছেন চট্টগ্রাম হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে। কাজল আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার কমিটির সভাপতি হয়েছেন কোহিনুর আক্তার রাখি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবির সভাপতি সনজিদ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদল সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এর আগে কাজল একই হল ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজল বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর সভাপতি এবং কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সাধারণ সম্পাাক এর দায়িত্ব পালন করছেন।