পর্যটন নগরি কক্সবাজার শহরের প্রধান সড়কের আল নিজাম মার্কেটে যাত্রা শুরু করেছে আধুনিক ফ্যাশন সম্বলিত চশমা ও ঘড়ির শপ আমিন অ্যাপটিকাল।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শপটি।
পানবাজার রোডের আল নিজাম হোটেলের কমিউনিটি চক্ষু হাসপাতালের নিচে শপটির অবস্থান।
এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চশমা, উন্নত মানের চশমা ফ্রেম, সানগ্লাস, পাওয়ার গ্লাস, ব্লু ক্যাট, ফটো গ্লাস, ল্যাব গ্লাসসহ আধুনিক প্রযুক্তির মাধ্যামে চশমার ফিটিং সুবিধা ও উন্নত মানের হাত ঘড়ি পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রোপাইটর আবুবকর সিদ্দিক।