আমার কক্সবাজার ডেস্ক ২০ অক্টোবর ২০২২, ২১:১৩
কুতুবদিয়ায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে মিন্টু ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য ওসমান গণিকে (২৭) দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আটক করেছে কোস্টগার্ড।
আটক ওসমান গণি কক্সবাজারের মহেশখালী থানার সাডের ডাইল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
বুধবার (১৯ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটের দিকে লেমশীখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ারর্ডের বেঁড়িবাধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের খবর পায় কুতুবদিয়ার কুখ্যাত ডকাত মিন্টু গ্রুপের সক্রিয় সদস্যরা চট্টগ্রাম বহির্নোঙরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টা ২০ মিনিটে বেঁড়িবাধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এক পর্যায়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ জলদস্যু মোহাম্মদ ওসমান গণিকে আটক করা হয়েছে। এ সময় ডাকাত দলের ৬ থেকে ৭ জন সদস্য পালিয়ে যায়।
ডাকাত ওসমান গণির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, জলদস্যুর দল বিভিন্ন দেশীয় কার্গো ও পণ্যবাহী জাহাজে ডাকাতি, জেলেদের বোটে ডাকাতি, জিম্মি ও মুক্তিপণ আদায়সহ নানাবিধ অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে।
এছাড়াও ওসমান গণির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে।