১২১২ মিনিট আগের আপডেট; রাত ২:৫৬; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

অপচয় রোধ ও বিনোদন

আমার কক্সবাজার ডেস্ক ২৬ অক্টোবর ২০২২, ০৯:৪১

বেলজিয়ামে প্রচুর মিষ্টি কুমড়া উৎপাদন হয়। অনেক সময় এসব কুমড়ার একাংশ নষ্ট হয়ে যায়।

তাই বেলজিয়ামের মানুষ এর বহুমুখী ব্যবহার উদ্ভাবন করেছে। সেসব ব্যবহারের একটি হচ্ছে কুমড়ার খোল দিয়ে নৌকা তৈরি।

আর সেসব নৌকার প্রতিযোগিতা বা নৌকাবাইচ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এরকম একটি ভিন্ন স্বাদের নৌকাবাইচ । যেখানে উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার দর্শক। সৌজন্যে - বিদেশি সংবাদ মাধ্যম।