১০৩৫ মিনিট আগের আপডেট; দিন ১১:৫৯; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

ফুটবল মাঠেই হারজিৎ নির্ধারণে আমেরিকা - ইরান

আমার কক্সবাজার ডেস্ক ২৬ নভেম্বর ২০২২, ১১:০৩

বিশ্বকাপ ফুটবলে নাটকীয়ভাবে মুখোমুখি হতে যাচ্ছে কয়েক দশক ধরে সাপে-নেউলে সম্পর্কে থাকা ইরান ও যুক্তরাষ্ট্র।

যদিও এ প্রতিদ্বন্দ্বিতা সামরিক বা রাজনৈতিক নয়। তবুও রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির ওপর চোখ রাখা মানুষের মাঝে ফুটবলের এ ম্যাচ কৌতুহলের। তাছাড়া উভয় পক্ষের জয়ই নিশ্চিত করবে গ্রুপে কোন দল জায়গা করে নেবে।এজন্য এ ম্যাচ উভয় দলের জন্য বাঁচা - মরার খেলায় পরিণত হয়েছে।

এদিকে ইরানের সাথে আগামী মঙ্গলবারের ম্যাচ রাজনৈতিক নয় ইঙ্গিত দিয়ে মার্কিন কোচ গ্রেগ বারহাল্টার বলেছেন, ইরানের সাথে তার দলের অবশ্যই বিশ্বকাপ জয়ের লড়াইয়ে রাজনীতি আসবে না।

বারহাল্টার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরান সরকারের মধ্যে উত্তেজনা বজায় থাকলেও মঙ্গলবারের ম্যাচে রাজনীতি প্রবেশ করবে না।

তিনি বলেন, আমি কল্পনা করি যে খেলাটি এই সত্যের জন্য উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে যে উভয় দলই পরবর্তী রাউন্ডে যেতে চায় - রাজনীতি বা আমাদের দেশের সম্পর্কের কারণে নয়।

আমরা ফুটবল খেলোয়াড়, এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে; এটিই। ফুটবলের বিষয় হল আপনি সারা বিশ্ব থেকে অনেকগুলি ভিন্ন লোকের সাথে দেখা করেছেন এবং আপনি খেলাধুলার একটি সাধারণ ভালবাসায় একত্রিত হয়েছেন।