প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ০৪ ডিসেম্বর ২০২২, ১৭:০০
পর্যটক নিয়ে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারি একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করে থাকা একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাহাজ অবস্থানরত শ্রমিকদের বরাত দিয়ে জানান, টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
জাহাজে থাকা শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।