৭০০ মিনিট আগের আপডেট; দিন ১০:৫৩; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

ঈদগাঁওতে দুটি অবৈধ ইটভাটায় অভিযান, ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার) ঃ ১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৪১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। 

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কমকর্তা মো. জাকারিয়া। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান এবং বিএসটিআই কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দও অভিযানে অংশ নেন।

১৪ ডিসেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ইটভাটাকে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। সতর্ক করা হয়, অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করতে। দুটি ইটভাটার নাম হলো- আর কে ব্রিকস্ ও দিবা ব্রিকস্।