আমার কক্সবাজার ডেস্ক ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:১৮
আর্জেন্টিনা ভক্ত হিরো আলম ঘোষণা দিয়ে বলেছেন, আজ রাতের বিশ্বকাপ ফাইনালে তার দল আর্জেন্টিনা জিতলে আগামীকাল সোমবার দিনভর মিষ্টি খাওয়াবেন।
তিনি বলেন, ‘আমার দল যদি আজ রাতে বিশ্বকাপ জিতে তাহলে আমার অফিসে কাল সকাল থেকে সারাদিন মিষ্টি খাওয়াব। যে কেউ আসলে তাকে আমি মিষ্টি মুখ করাব।’ আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত হিরো আলম এভাবেই বলছিলেন তার প্রিয় দল নিয়ে।
তিনি আরও বলেন, ‘আমার ফুটবল খেলা খুব প্রিয়। সময় পেলে আগে বগুড়ায় ফুটবল খেলেছি। এইবার বিশ্বকাপ খেলা উপলক্ষ্যে আমি দুটি গান প্রকাশ করেছি, যা অনেক সাড়া ফেলেছে। আমার ইচ্ছে আছে সামনে আরও বড় পরিসরে ফুটবল খেলার জন্য কোনো কিছু করার। তবে এই মুহূর্তে তা বলতে চাইছি না।
কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স।
কে নেবে এবারের বিশ্বকাপ? এমন প্রশ্ন এখন বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমীর মনে। ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। এ দেশের দর্শকদেরও উন্মাদনার অন্ত নেই।