৭২৪ মিনিট আগের আপডেট; দিন ১১:১৭; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

এক বছরে কুতুবদিয়ায় পানিতে ডুবে ৪৮ শিশুর মৃত্যু

প্রতিনিধি, কুতুবদিয়া থেকে ঃ ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে তাহসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তাহসিন ওই এলাকার মো. ছোটনের পুত্র। 

জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে শুরু করে। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাহসিনকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ যে, চলতি জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় এক থেকে পাঁচ বছরের শিশুই বেশি মারা যায়। এসব সন্তানের মা যখন সাংসারিক কাজে ব্যস্ত এবং অনিরাপদ পুকুর ও একমাত্র অসতর্কতার কারণেই এভাবে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবী স্থানীয়দের।