প্রতিনিধি, কুতুবদিয়া থেকে ২৬ ডিসেম্বর ২০২২, ১৯:২৬
কক্সবাজারের কুতুবদিয়ায় ৫০ পিস ইয়াবাসহ নাজের আলম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ ডিসেম্বর ) রাতে উপজেলার বড়ঘোপ ২নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকা থেকে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজের আলম ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এসআই জিয়া উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার (২৫ ডিসেম্বর ) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বড়ঘোপ ২নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, ৩৭৬ টি ফুয়েল পেপারের টুকরো, ১২টি নীল রংয়ের পলিজীপার খালী প্যাকেটসহ নাজের আলমকে হাতেনাতে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।