নিজস্ব প্রতিবেদক ২৪ জানুয়ারী ২০২৩, ২০:৩৯
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে পেকুয়ার টৈটং ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
এরই অংশ হিসেবে পরিবারগুলোর মাঝে নগদ দুই লক্ষ টাকার অনুদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি নতুন করে নির্মাণের জন্য নির্মাণসামগ্রী হিসেবে ঢেউটিন, গাছের খুঁটিসহ নানা সামগ্রী বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে এমপি জাফর আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় পাশে দাঁড়ানোর জন্য।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে টৈটং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হিরাবনিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে যান এমপি জাফর আলম। এ সময় তিনি উপরোক্ত সহায়তা প্রদান করেন।
এ সময় সাথে ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, ক্ষতিগ্রস্ত পরিবাবর্গের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।