নিজস্ব প্রতিবেদক ২৪ জানুয়ারী ২০২৩, ২০:৪১
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ পেকুয়া উপজেলার অন্তত পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন । এতে উপজেলার হতদরিদ্র তথা দিনমজুর, প্রতিবন্ধীসহ নানা শ্রেণীর দরিদ্র পরিবার এই শীতবস্ত্র পেয়ে বেশ উৎফুল্ল।
এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- এমপি জাফর আলম মহোদয় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী চলতি শীত মৌসুমে পেকুয়া উপজেলার উপজেলা চত্বর, টৈটং হাজিবাজার, সোনালী বাজার ও উজানটিয়া ইউনিয়ন পরিষদে অন্তত পাঁচ শতাধিক দিনমজুর, প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা পূর্বিতা চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে এমপি জাফর আলম এক প্রতিবন্ধীকে হুইল চেয়ারও তুলে দেন বলে এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান।