৮৫৬ মিনিট আগের আপডেট; রাত ১:৫১; বৃহস্পতিবার ; ২২ মার্চ ২০২৩

রোহিঙ্গা সমস্যার সমাধান আমার কাছে নেই : পররাষ্ট্রমন্ত্রী

আমার কক্সবাজার ডেস্ক ২৬ জানুয়ারী ২০২৩, ১৮:১১

বাংলাদেশ আর একজন রোহিঙ্গাও নেবে না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের এখনকার নীতি হলো আর কোনো রেহিঙ্গা নেওয়া হবে না। এটা একটা সমস্যা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষদিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সীমান্তের ওপাশে মিয়ানমারে সংঘাতের কারণে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে- এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা খুব ডিফিকাল্ট সময়। আমাদের পলিসি হচ্ছে আমরা আর একটাও রোহিঙ্গা নেব না। কিন্তু আমরা তো ওদের মারতে পারি না।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান কী তা আমি এখনো জানি না। মিয়ানমার গত ছয় বছরে একটা লোকও নেয়‌নি। তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে। কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ত‌বে আমার কাছে কোনো স‌লিউশন নেই।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে অনেকে বিদেশে যায়। এতে তারা হয়রানির শিকার হয়। ক্ষতিগ্রস্ত হয়। এভাবে যেন না যায় সে জন্য সচেতন করার কথা বলা হয়েছে ডিসিদের। এ ছাড়া প্রবাসীদের বাড়ি দখল হয়ে যায়। তারা হয়রানির মুখে পড়েন। এসব ক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা দিতে হবে। পর্যটন এলাকার নিরাপত্তা ও সুরক্ষা তদারকি নিয়ে কথা হয়েছে।

সীমান্তে হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের শীর্ষ পর্যায়ে মতৈক্য হয়েছে। একটা লোকও সীমান্তে মরবে না। এর পরও দুঃখজনক ঘটনা ঘটেছে।