প্রতিনিধি, রামু থেকে ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৯
কক্সবাজারের রামুতে বাড়িতে ঝুলন্ত অবস্থায় বেবী আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বেবী আক্তার কেচুবনিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে দিনমজুর জাহাঙ্গীর আলমের স্ত্রী।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেচুবনিয়া এলাকার জাহাঙ্গীরের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।