প্রতিনিধি, ঈদগাঁও থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫
প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কক্সবাজার আদালত চত্বর এলাকা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংক্ষুদ্ধ এক যুবকের করা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে সেই নারীকে।
আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকাস্থ নিজের বসতবাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই নারীর নাম রুনা আক্তার (২৫)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের কন্যা।
ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানিয়েছেন- ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে মর্মে অভিযোগে করা বহুল আলোচিত মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। একইসাথে রাসেল নামের সংক্ষুদ্ধ এক ব্যক্তি ওই নারীর বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। সেই মামলায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
ওসি গোলাম কবির আরো জানান- ওই নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বসতবাড়ি থেকে রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বর হতে তুলে নিয়ে নির্যাতনের পর গণধর্ষণের অভিযোগে ফিরোজ আহমদ, শরীফ কোম্পানি, ফিরোজের মামাতো ভাই রাশেদ উদ্দিনসহ ৫-৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন রুনা আক্তার। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ার পর অভিযুক্তদের একজন রাসেল উদ্দিন সংুব্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।