৬৭৭ মিনিট আগের আপডেট; দিন ১০:৩০; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামুতে জমির বিরোধকে কেন্দ্র করে খুন

প্রতিনিধি, রামু থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৩

রামুর রাজারকূলে জমির বিরোধকে কেন্দ্র করে সমির ধর (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমির ধর মিঠাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ধরপাড়া এলাকার মৃত কালি সংকর ধরের পুত্র ।  

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমিনের বিরোধকে কেন্দ্র করে দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, ঘটনায় রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের ছেলে বাবুল ধর ও বাবুল ধরের ছেলে রিটন ধর (২৮)কে আটক করেছে রামু থানা পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, ঘটনায় পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।