৬৭৯ মিনিট আগের আপডেট; দিন ১০:৩২; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

মহেশখালীর তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :: ১৬ মার্চ ২০২৩, ১৫:৩৩

একটি হত্যা মামলার রায়ে মহেশখালীর তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা বৃহস্পতিবার (১৬ মার্চ ) এ রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের নুর কাদের প্রকাশ নুরুল কাদেরের পুত্র তিন পুত্র যথাক্রমে মহিব উল্লাহ, রফিক উল্লাহ, জসিম উদ্দিন।

দন্ডিতদের প্রত্যেককে একইসাথে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এই ৯০ হাজার টাকা অর্থদন্ড আসামীদের কাছ থেকে আদায় সাপেক্ষে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রের কোষাগারে জমা করতে এবং অবশিষ্ট ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ নিহত আবদুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগমকে প্রদানের জন্য বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা তাঁর রায়ে উল্লেখ করেছেন।