প্রতিনিধি, মহেশখালী থেকে ১৭ মার্চ ২০২৩, ১৮:৩২
মহেশখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক (টমটম) আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মায়ের কোলে থাকা এক শিশুপুত্র আহত হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় জনতাবাজার-গোরকঘাটা সড়কের বড় মহেশখালী রাস্তার মাথা বাজার নামক স্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার ছৈয়দ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
জানা গেছে, মহেশখালী উপজেলা সদর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কালারমারছড়া হয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। বড় মহেশখালী রাস্তা মাথা বাজারে এসে একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী ওই নারী নিহত হন।
প্রসঙ্গত, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়া পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান রোজিনা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।