জিয়াউল হক জিয়া, চকরিয়া ১৭ মার্চ ২০২৩, ২০:৫২
চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ডাম্পার গাড়ির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ডাম্পারে থাকা একজন শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন দুই গাড়িতে থাকা আরো অন্তত ১০ জন যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে ডাম্পার গাড়ির আরেক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্র জানিয়েছে।
মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ জানিয়েছে-গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ডাম্পার গাড়ির মধ্যে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহত ডাম্পার গাড়ির শ্রমিকের নাম মিজানুর রহমান (২৫)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হরিখোলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র। এছাড়াও গুরুতর আহত ডাম্পারের অপর শ্রমিকের নাম একই এলাকার নুরুল ইসলামের পুত্র মো. আলতাজ (২৫)। তবে বাসের যাত্রীদের মধ্যে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শী ছলিম উল্লাহ তাঁর এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাকসুদ আহমদ জানান- দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।