৬৪৩ মিনিট আগের আপডেট; দিন ৯:৫৬; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামুতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, রামু থেকে ১৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৬

কক্সবাজারের রামুতে পুকুরের ডুবে মোহাম্মদ তামিম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে বাডির পাশের পুকুরে এই ঘটনা ঘটে। 

শিশু তামিম রাজারকুল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাহাকাঁচা উত্তর ঘোনারপাড়া এলাকার ছৈয়দ নূরের তৃতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার মা খুঁজতে বের হলে বাড়ির পাশের পুকুরের শিশুটিকে ভাসঁতে দেখে।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজারকুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহাব উদ্দিন জানান, শিশুর মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ছোট্ট শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মার কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।