নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৩, ১২:০৭
মিষ্টি পানের জন্য বিখ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর সৌন্দর্য বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কউক। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) মহেশখালী গোরকঘাটা জেটিঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কউক চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
কউক চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মহেশখালীতে পাবলিক সিটিং ও নামাজের ব্যবস্থা করা হবে। এ ছাড়া পর্যটকদের জন্য শপিং ও উন্নতমানের রেস্টুরেন্টের ব্যবস্থা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনার কাজ করছে, তাতে মহেশখালীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি মহেশখালীর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি এই জেলার সন্তান, সবার সঙ্গে থেকে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে মহেশখালীকে একটি পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে মহেশখালীবাসীকে উপহার দিতে চাই।’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘বর্তমানে দ্বীপের গোরকঘাটা জেটিঘাটে বসার কোনো ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হচ্ছে, নামাজের এবং পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নেই। কউক চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কষ্ট অনুভব করে এমন উদ্যোগের জন্য মহেশখালীর জনগণের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই।’
সভায় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, কউক সদস্য প্রকৌশলী লে. কর্নেল মোহাম্মদ খিজির খান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।