৭৪১ মিনিট আগের আপডেট; দিন ১১:৩৩; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

গরুর খামার গুড়িয়ে দিল বনবিভাগ, ‌১ একর বনভূমি দখলমুক্ত মহেশখালীতে

প্রতিনিধি, মহেশখালী থেকে ০২ মে ২০২৩, ১৮:৫০

কক্সবাজারের মহেশখালীতে জামায়াত নেতা কর্তৃক পাহাড় ও গাছ কেটে অবৈধভাবে তৈরি করা গরুর খামার গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। অভিযানে প্রায় ১ একর বনভূমি দখল মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর বিটের আওতাধীন সাদেকের কাটা গভীর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, বনের একদম গভীরে পাহাড় ও গাছ কেটে একজন জামায়াত নেতা গরুর খামার করার চেষ্টা করছিলেন। খামারটি গুড়িয়ে দিয়ে ১ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দীনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদ, শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম, কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালাম।