৭৯৮ মিনিট আগের আপডেট; রাত ১২:৩১; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

মহেশখালীতে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৩, ১৯:১২

কক্সবাজারের মহেশখালীতে ইয়াবা-গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী গ্রামের বড়ুয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। 

মহেশখালী থানার পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- এ সময় ৮০০ পিস ইয়াবা ও ৪৫ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।

আটকৃতরা হল- উত্তরনলবিলা গ্রামের এছার আলীর স্ত্রী আয়েশা বেগম (৩৬), একই এলাকার আজিজুল হকের পুত্র মোহাম্মদ এছার (৩১) ও মাতারবাড়ি তিতামাঝি পাড়ার মৃত মো. ভুট্টুর মেয়ে তানিয়া আক্তার (১৯)। 

শুক্রবার (১৯ মে) দুপুরে মহেশখালীর থানার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।