প্রতিনিধি, টেকনাফ থেকে ২৪ মে ২০২৩, ১৪:৪৮
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) সকাল ৯টার দিকে টেকনাফ বাহারছড়া হাজম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে ওসি আব্দুল হালিম জানান, সকালে পান ক্ষেতে গিয়েছিলেন রহমত উল্লাহ। সেখান ফেরার পথে শুরু হয় বৃষ্টি। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাতে থাকে। একপর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।