৩৩৮ মিনিট আগের আপডেট; দিন ৩:৩৫; রবিবার ; ০৩ জুন ২০২৩

বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকৃতি-জীববৈচিত্র্য দেখা যাবে ৬০ ফুটের টাওয়ারে

ছোটন কান্তি নাথ ২৪ মে ২০২৩, ১৯:০৬

প্রাকৃতিক বনাঞ্চলে গড়ে তোলা চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে প্রকৃত সাফারিতে রূপান্তরের জন্য মাস্টারপ্ল্যানের আওতায় প্রথম ধাপের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে।

এসব কর্মযজ্ঞের একটি হচ্ছে তৃণভোজী বন্য প্রাণীদের জন্য ‘তৃণভোজী সাফারি বেস্টনী’ তৈরি প্রকল্প। এ কাজ শেষ হয়েছে অনেক আগেই। বিদেশি বন্য প্রাণী তথা আফ্রিকান জেব্রা, ওয়াইল্ডবিস্ট যাতে মুক্তভাবে বিচরণ করতে পারে সেজন্য ২৪০ হেক্টরজুড়ে এই তৃণভোজী সাফারি বেস্টনী তৈরি করা হয়েছে। বেস্টনীর ভেতরে রয়েছে নানান জাতের দেশি–বিদেশি ঘাস। তৈরি করে দেওয়া হয়েছে পানির লেকও। যাতে এই বেস্টনী তৃণভোজী বন্য প্রাণীর আদর্শ আবাসস্থল হয়ে ওঠে।

তৃণভোজী সাফারির ভেতর বন্য প্রাণীদের বিচরণ দেখতে পার্কে আগত পর্যটক–দর্শনার্থীদের জন্য প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৬০ ফুট উঁচু (৬ তলা) পর্যবেক্ষণ টাওয়ার। লোহার পাত দ্বারা তৈরি এ টাওয়ারই এখন বেশি আকৃষ্ট করছে পর্যটক–দর্শনার্থীদের। প্রতিদিন শত শত পর্যটক–দর্শনার্থী ওঠছেন এই টাওয়ারে। এমনটাই জানালেন পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, এই টাওয়ার এখন সাফারি পার্কের তৃণভোজী সাফারি বেস্টনী, জীববৈচিত্র্য, অনতিদূরের প্রকৃতি দর্শনের অন্যতম স্পটে পরিণত হয়েছে। পার্কে আগত দেশি–বিদেশি পর্যটক–দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করছে এই টাওয়ার। তারা টাওয়ারে ওঠেই প্রকৃতির নির্মল হাওয়ায় বেশ আনন্দ উপভোগ করছেন।