প্রতিনিধি, রামু থেকে ০৩ জুন ২০২৩, ১৯:২৪
রামু থানা পুলিশ ১ টি এলজি ও ৮০ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র কারবারিকে নাম্বার বিহীন একটি মোটর সাইকেল সমেত আটক করেছে।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ঈদগড় ইউনিয়নের তুলাতলী ফরেস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে এসব কারবারিকে আটক করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া (৪৫),একই ইউনিয়নের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম ( ৪২) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান (২৬)।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।