৭১৮ মিনিট আগের আপডেট; দিন ১১:১১; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

ধলঘাটা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু

নিজস্ব প্রতিবেদক ১০ জুন ২০২৩, ১৮:৪৩

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আহছান উল্লাহ বাচ্চু।

শুক্রবার ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয় বলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল গত ১ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত‍্যাহারের শেষ দিন ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ১৭ জুলাই।