১১৫২ মিনিট আগের আপডেট; রাত ১:৫৫; বৃহস্পতিবার ; ২০ সেপ্টেম্বর ২০২৩

পেকুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, পেকুয়া থেকে ২২ জুন ২০২৩, ১৭:২২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে ১২২৫ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চেকপোষ্টে তল্লাশী অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার মোজাম্মেল প্রকাশ মোয়াজ্জেম হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৮) ও রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দখালী এলাকার মৃত কালামিয়ার ছেলে মোস্তফা কামাল (৩৯)।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, থানার একজন অফিসারের নেতৃত্বে পুলিশ ধনিয়াকাটা বাজারের উত্তরপাশে সততা নার্সারী সংলগ্ন জায়গায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়। সেই চেকপোষ্টে তল্লাশী চলাকালীন সময় একটি সিএনজি অটোরিকশা থামায় পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ১২২৫ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (মামলা নং-১৬/২৩) রুজু কর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।