এম গোলাম রহমান পেকুয়াঃ ২৯ জুলাই ২০২৩, ১৬:২৭
কক্সবাজার জেলার পেকুয়ায় ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি মাদ্রাসার এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফলের হার সন্তোষজনক।
এসএসসি পরীক্ষায় ১১টি উচ্চ বিদ্যালয়ের সর্বমোট ১৮১৫ জনের মধ্যে ১৩৬৬ জন পাস করেছে। এবং দাখিল পরিক্ষায় ও ১০টি মাদ্রাসায় সর্বমোট ৬০৬ জনের মধ্যে ৫১৭ জন পাস করেছে। এসএসসি সম্মিলিত পাসের হার ৭৪.১০% ও দাখিল ৮৪.৩৮%।এসএসসি সর্বমোট ‘এ’ প্লাসে ৬৮জন উত্তীর্ণ এবং দাখিল ১৭ জন।
গতকাল শুক্রবার (২৮জুলাই) প্রকাশিত এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফলে পেকুয়া মডেল জি.এম.সি ইনিস্টিউশন থেকে ৪৫৫ জনের মধ্যে ৩৩৯ জন পাস করে। ‘এ’ প্লাস পেয়েছে ৪২ জন। পাসের হার ৭৪.৫১%। ‘এ’ প্লাস দিক দিয়ে উপজেলা পর্যায়ে শীর্ষে রয়েছে জি.এম.সি।
পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে ৭৮ জনের মধ্যে ৭৭ জন পাস করেছে। ‘এ’ প্লাস পেয়েছে ৯ জন। পাসের হারের ৯৮.৭২%। ‘এ’ প্লাস দিক দিয়ে উপজেলা পর্যায়ে শীর্ষে রয়েছে আনোয়ারুল উলুম মাদ্রাসা।
শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ২১২ জনের মধ্যে ১৯১ জন পাস করে। ‘এ’ প্লাস পেয়েছে ১১ জন।পাসের হারের ৯০.০৯%। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪ জনের মধ্যে ২৪ জন পাস করে। পাসের হার ৭৫.৮১%। ‘এ’ প্লাস পেয়েছে ৫ জন।
মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পাস করে। পাসের হার ৬২.৬৯%।
রাজাখালী এয়ার আলী খাঁন উচ্চ বিদ্যালয় থেকে ১৪৮ জনের মধ্যে ১০৪ জন পাস করে। পাসের হার ৭০.২৭%। ‘এ’ প্লাস পেয়েছে ৩ জন।
রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৪ জনের মধ্যে ১৪১ জন পাস করে। পাসের হার ৮৫.৯৮%। ‘এ’ প্লাস পেয়েছে ৬ জন।
টইটং উচ্চ বিদ্যালয় থেকে ১৮৬ জনের মধ্যে ১৪২ জন পাস করে। পাসের হার ৭৬.৩৪%।
মগনামা উচচ বিদ্যালয় থেকে ১৭১ জনের মধ্যে ১০৬ জন পাস করে। পাসের হার ৬১.৯৯%।‘এ’ প্লাস পেয়েছে ১ জন।
হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জনের মধ্যে ২৮ জন পাস করে। পাসের হার ৫৬.০০%।
বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ জনের মধ্যে ৯০ জন পাস করে। পাসের হার ৭৮.৯৫%।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জনের মধ্যে ৩৪ জন পাস করে। পাসের হার ৯১.৮৯%।
উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসা থেকে ৪৫ জনের মধ্যে ২৮ জন পাস করে। পাসের হার ৬২.২২%।
ফাঁশিয়াখালী ফাজিল মাদ্রাসা থেকে ৭৬ জন পাস করে ৫৪ জন। পাসের হার ৭১.০৫%। ‘এ’ প্লাস পেয়েছে ১ জন।
রাজাখালী বিইউ আই ফাজিল মাদ্রাসা থেকে ৮৯ জনের মধ্যে ৮৮ জন পাস করে। পাসের হাস ৯৮.৮৮%। ‘এ’ প্লাস পেয়েছে ৬ জন।
মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৬৫ জনের মধ্যে ৫০ জন পাস করে। পাসের হার ৭৬.৯২%।
মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৪৭ জনের মধ্যে শতভাগ পাস করে। ‘এ’ প্লাস পেয়েছে ১ জন।
বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৯৬ জনের মধ্যে ৮৬ জন পাস করে। পাসের হার ৮৯.৫৮%।
সুন্দরীপাড়া দাখিল মাদ্রাসা থেকে ৪৪ জনের মধ্যে ২৪ জন পাস করে। পাসের হার ৫৪.৫৫%।
পেকুয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ২৯ জনের মধ্যে শতভাগ পাস করে।