৭৬৬ মিনিট আগের আপডেট; দিন ১১:৫৯; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

পেকুয়ায় পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত

এম গোলাম রহমান, পেকুয়া ০৩ অগাস্ট ২০২৩, ২০:১১

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকায় পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ জোয়ারের পানির স্রোতে ভেঙ্গে যায়। এরফলে ওই গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার।

এদিকে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হওয়ার খবর পেয়ে বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবো’র বান্দরবান নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী। পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া গ্রামে সাগরের জোয়ারের পানির তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। জরুরী ভিত্তিতে মেরামত না হলে আরো বড় ধরনের ক্ষতির আশংকা। পরির্দশন শেষে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভাঙন কবলিত বেড়িবাঁধে মাটিদ্বারা ভরাট করা হবে বলে জানিয়েছেন।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান,গত কয়েকদিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে পেকুয়ার উপকূলীয় এলাকা রাজাখালীতে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ গুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চতুর্দিকে ।

বুধবার সকালে সাগরের জোয়ারের পানির তোড়ে রাজাখালীর লালজান পাড়া এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে আশপাশের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। তিনি ক্ষতিগ্রস্থ এলাকাবাসীদের জন্য ত্রাণ সহায়তাও চেয়েছেন।