৭৭০ মিনিট আগের আপডেট; রাত ১২:০৩; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

পেকুয়ায় পুলিশের হাতে ৪ মাদক কারবারি আটক

এম গোলাম রহমান, পেকুয়া  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৬

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবা বিক্রির সময় ৪ মাদক কারবারিকে আটক করছে পেকুয়া থানা পুলিশ। এসময় তাঁদের দেহ তল্লাশি করে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধটর করা হয়। 

 বুধবার রাত ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বানৌজা শেখ হাসিনা মহাসড়কের ইসলামী ব্যাংক সংলগ্ন জে. কে এন্টারপ্রাইজ নামক একটি ব্যাটারির দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন,মগনামা ইউনিয়নের কুমপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর রহিম (২৬),মগনামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে বদি আলম (২৭) টইটং ইউনিয়নের রমিজপাড়া ঢালারমুখ এলাকার বদি আহমদের ছেলে মো.সোহেল (২৭) ও আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (১৮)।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইয়াবা বেচাকেনা করার গোপন সংবাদ পেয়ে পেকুয়া বাজারের পূর্ব পার্শ্বে ইসলামী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ওই মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধরতে সক্ষম হই। এসময় তাদের দেহ তল্লাশি করে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন,আটককৃত ব্যক্তিরা ভিবিন্ন ভাবে পাইকারীতে ইয়াবা সংগ্রহ করে খুচরাতে বিক্রি করে থাকেন। মাদক কারবারে জড়িত বলে পুলিশের  জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন তারা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওমর হায়দার বলেন,পেকুয়া সদরের ইসলামী ব্যাংক এলাকা থেকে ৪ মাদক কারবারি আটক করা হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।