৭৪৮ মিনিট আগের আপডেট; দিন ১১:৪১; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

চকরিয়ায় ওয়ারেন্টভূক্ত তিন আসামী গ্রেপ্তার

জিয়াউল হক জিয়া, চকরিয়া ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২

চকরিয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনের বেলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের ছেলে ইয়াছিন (৩৬),চিরিংগা ইউনিয়নের সওদাগর পাড়ার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে রুহুল কাদের ও বিএমচর ইউনিয়নের পাহাড়িয়া পাড়াার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোঃ আসিফ।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন-গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পরে একই দিন বিকেল ৩টার দিকে ধৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।