আমার কক্সবাজার ডেস্ক : ১৪ নভেম্বর ২০২৩, ১৪:২১
অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা একমাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংস্থাটি এ তথ্য তুলে ধরেছে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি, লাঞ্ছনা, সাইবার হামলার পাশাপাশি পরিবারের সদস্যদেরও হারিয়েছেন অনেক সাংবাদিক।
এসব হত্যাকান্ডের প্রতিবাদে ফিলিস্তিনের পশ্চিম তীরে জাতিসংঘের অফিসের সামনে ইসরায়েল-গাজা যুদ্ধে নিহত সাংবাদিকদের প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছেন স্থানীয় সাংবাদিকরা।
১৯৯২ সালে সিপিজে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন কঠিন পরিস্থিতির শিকার আর কখনোই হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন লেবাননের। আহত হয়েছে আরো নয় সাংবাদিক। নিখোঁজ রয়েছে তিনজন। গ্রেপ্তারের শিকার হয়েছে ১৩ জন সাংবাদিক।
এছাড়াও সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি, লাঞ্ছনা, সাইবার হামলার পাশাপাশি পরিবারের সদস্যদেরও হারিয়েছেন অনেক সাংবাদিক।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক কর্মসূচির সমন্বয়ক শেরিফ মানসুর এক বিবৃতিতে বলেন, 'হৃদয়বিদারক এই সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এ অঞ্চলে সাংবাদিকরা অনেক বড় আত্মত্যাগ করছেন।'
তিনি বলেন, বিশেষ করে গাজায় সাংবাদিক নিহতের পরিমাণ নজিরবিহীন। সেই সঙ্গে ব্যাপক হুমকিরও সম্মুখীন হচ্ছেন সাংবাদিকরা। অনেকেই সহকর্মী ও স্বজনদের হারিয়েছেন। অনেকে নিরাপত্তার জন্য অন্যত্র চলে গেছেন। যদিও সেখানে কোনো জায়গাই নিরাপদ নয়।