৩৫৩ মিনিট আগের আপডেট; দিন ৩:৫২; শনিবার ; ০৮ ডিসেম্বর ২০২৩

গাজার ঘটনায় ‘পক্ষাঘাতগ্রস্ত’ আচরণ বিশ্ব সম্প্রদায়ের

আমার কক্সবাজার ডেস্ক : ১৫ নভেম্বর ২০২৩, ১০:২৬

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে নিযুক্ত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা অ্যালবানিজ বলেছেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বহুল চর্চিত ধারা হলো– ফিলিস্তিনিদের মৃত্যুকে ট্রাজেডি বলা, কিন্তু একইসময়ে কোন ইসরায়েলি নিহত হলে সেটাকে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়।’

অ্যালবানিজ বলেছেন, গাজায় যা ঘটছে তার প্রতিক্রিয়া জানাতে বিশ্ব সম্প্রদায় 'প্রায় সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্তের' মতোন আচরণ করছে।   গাজার মানবিক সংকট ঘিরে পশ্চিমা সরকারগুলোর নিস্ক্রিয়তার বিষয়ে তিনি বলেন, তাদের নেতারা কেউ কেউ 'সামান্য নিন্দার ফাঁপা বুলি আওড়াচ্ছে' অথবা ভয়ে চুপ করে আছে।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দেশটির জাতীয় প্রেসক্লাবে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

'সহিংসতা থেকে শুধু সহিংসতাই জন্ম নেয়' উল্লেখ করে তিনি জানান, ফিলিস্তিনের শিশুদের ভবিষ্যতের সব আশা কেড়ে নেওয়া হয়েছে। 

ইসরায়েল যখন গাজার হাসপাতালগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে, তারমধ্যেই একথা বললেন তিনি।  জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যালবানিজ বলেন, ইসরায়েল বলে তার আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু দখলীকৃত ভূখণ্ড থেকে উদ্ভূত হুমকি মোকাবিলায় সেই অধিকারের দাবি খাটে না। এটা আন্তর্জাতিক আইনের বিচারে ধোপে টেকে না। বিশেষত যখন দখলকৃত এলাকায় আগ্রাসী আচরণ করে ইসরায়েল।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান