৯৫৩ মিনিট আগের আপডেট; দিন ১০:৩৮; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় নাছির হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ১৪ নভেম্বর ২০১৯, ২০:৪০

কক্সবাজারের উখিয়ায় নাছির উদ্দীনকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামী মো. মিজান। বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম দেলোয়ার হোসেনের কাছে সে এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এর আগে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ পরিদর্শক মো. শাহেদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার থোয়াইংগা এলাকা থেকে আসামী মোঃ মিজান ও অপর আসামী নাজির উদ্দীনকে গ্রেপ্তার করেন। তারা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ ক্লাশপাড়ার মৃত আব্দু শুক্কুরের ছেলে।

পিবিআই সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩রা ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রুমকা পশ্চিম বড়বিল এলাকার বাড়ি থেকে কোর্ট বাজার যাওয়ার পথে হামলার শিকার হয় নাছির উদ্দীন। তিনি একই এলাকায় মোঃ আলী ছেলে। হামলাকারীরা তাকে শ্মশানখোলা এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও এলোপাতাড়ি মারধর করে।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত নাছির উদ্দীনের বোন রোকসানা আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছিল। এরমধ্যে মোট ৪ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পিবিআই এর উপ-পরিদর্শক মো. শাহেদুল্লাহ বলেন, সম্প্রতি আমি মামলাটি তদন্তের নির্দেশ পাই৷ এর ধারাবাহিকতায় এজাহারনামীয় প্রধান আসামী মো. মিজান ও অপর আসামী নাজির উদ্দীনকে গ্রেপ্তার করি।  একইদিন মামলার অন্যতম আসামী মোঃ মিজান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আসামী মো. মিজানের নেতৃত্বে নাজির উদ্দীনসহ অপর আসামীরা এ হত্যাকাণ্ড সংগঠিত করেন বলে সে আদালতে স্বীকার করেছেন।