৮৬ মিনিট আগের আপডেট; দিন ১০:৪৮; শনিবার ; ২০ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের সঙ্গে শিশুশ্রম সম্পর্কিত আইন ও নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাইম্ব প্রকল্পের অধীনে শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দিনব্যাপী শিশুশ্রম সম্পর্কিত আইন ও নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

ইউ এস ডিপার্টমেন্ট অফ লেবার (টঝউড়খ) এর আর্থিক সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ইপসা কতৃক বাস্তবায়িত ক্লাইম্ব প্রকল্প এর আওতায় উক্ত কর্মসূচীর আয়োজন করা হয়। 

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  হামিদা তাহেরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট সাকী এ কাউছার।  

এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন ইপসা-ক্লাইম্ব প্রকল্পের বিশজিৎ ভৌমিক এবং আলোক চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর মোঃ তানভীর শরীফ এবং আসমা আক্তার।  শুঁটকিপল্লীতে শিশুশ্রম নিরসনে আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সহযোগিতা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।