৫০৯ মিনিট আগের আপডেট; দিন ৫:১৯; শনিবার ; ১৯ এপ্রিল ২০২৪

খুটাখালী আ'লীগের বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দীন,ঈদগাঁহ ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৬

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দীন চৌধুরী বলেছেন-জননেত্রী শেখ হাসিনা আজীবন জনগণের ক্ষমতায়ন ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই-সংগ্রাম করেছেন।

কারণ মানুষের এ অধিকারগুলোই ছিলো মুক্তিযুদ্ধের চেতনা। তাই এবার দেশ-জাতি জনগণের ক্ষমতায়ণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই বিজয় দিবস উদযাপন করবে। তিনি ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় স্কুল মিলনায়তনে  ইউনিয়ন আ'লীগ আয়োজিত বিজয় দিবসের এক প্রস্তুতি সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ সমৃদ্ধির স্বর্ণদ্বারে পৌঁছতে সক্ষম হয়েছে। এটি আমাদের জন্য এক বিরাট সফলতা। কিন্তু কোন দুর্বৃত্তায়ণের কারণে এসব সফলতা যাতে ম্লান না-হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং সফলতার কথা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়ে দলীয় নেতা-কর্মীদেরকে শেখ হাসিনার একেকজন বার্তা বাহক হিসেবে কাজ করতে হবে।  খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন এ সভায় সভাপতিত্ব করেন। 

সাধারন সম্পাদক বাহাদুর হকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আ'লীগের সহ সভাপতি মোকতার আহমদ চৌধুরী।

বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা আ'লীগের সহ সভাপতি সৈয়দ আলম কমিশনার, জামাল উদ্দীন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উল হক, প্রচার সম্পাদক আবু মুসা, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মীর আহমদ হেলালী, খুটাখালী আ'লীগ সাবেক সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাবেক সহ সভাপতি বশির আহমদ মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক এম বেলাল আজাদ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাঈদ মু. শাহজালাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্রো বক্তব্য রাখেন।

অন্যন্যদের মধ্যে সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ৬ নং ওয়ার্ড আ'লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, সাবেক কৃষকলীগ সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন, সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম,যুবলীগ নেতা ইমরান খান, মোহাম্মদ ফারুখ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রমজান আলী মুর্শেদ বক্তৃতা করেন। 

এসময় ইউনিয়ন আ'লীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস ব্যাপক উৎসাহ-উদ্দীনার মাধ্যমে পালনের লক্ষে ব্যাপক কর্মসুচী হাতে নেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৪৮ তম বর্ষ পূর্তির দিনে বিজয় উৎসবে সকলের উপস্থিতি কামনা করা হয়।