৯৫৭ মিনিট আগের আপডেট; রাত ৩:১৫; শুক্রবার ; ১৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানের পূর্বেই বউ পলাতক; থানায় অভিযোগ স্বামীর

এইচ এম জসিম উদ্দীন, চট্টগ্রাম ০১ জানুয়ারী ২০২০, ২২:২২

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানের চারদিন পূর্বে পালিয়ে গেলেন কনে। নগরীর ডবলমুরিং বেপারি পাড়া ভাড়া বাসা থেকে পালিয়ে যান ওই কনে। এ ঘটনায় কনের স্বামী কামরুল ইসলাম আজ ১ জানুয়ারী বুধবার বিকেলে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. কামরুজ্জামান।

স্বামী কামরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত বছরের ১১ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা কামরুল ইসলামের সঙ্গে আগ্রাবাদের বেপারি পাড়ার নুরুল বশরের কন্যা তাহমিনা আক্তার রিতার (২৩) সঙ্গে কামরুল ইসলামের সঙ্গে আক্দ ও নিকাহনামামূলে বিবাহ সম্পন্ন হয়। একই ৪ জানুয়ারি বিবাহোত্তর অনুষ্ঠান দিন ধার্য্য করা হয়। বিবাহ অনুষ্ঠানের জন্য আগ্রবাদা এলাকার শাপল কমিউনিটি সেন্টারও ভাড়া নেয়া হয়। বর পক্ষ গত ৩১ ডিসেম্বর জানতে পারেন কনে বাপের ভাড়া বাসা থেকে অন্যত্রে পালিয়ে গেছেন। পরে, কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি স্বীকার করেন। এরপর বর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্র জানা যায়, অনুষ্ঠানের জন্য কনে পক্ষকে অনুষ্ঠান আয়োজনের জন্য ২ লাখ টাকা ও নিশানা হিসেবে দেড় ভরি স্বর্ণালংকার সাজানি বাবদ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

স্বামী কামরুল ইসলাম জানান, বিয়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের কার্ডসহ অতিথিদের দাওয়াত দেয়া সব কিছু করা হয়। এখন শুনি কনে পালিয়ে গেছে। এ ব্যাপারে আমি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

কোতোয়ালী থানার ওসির দায়িত্বে থাকার পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, বরের দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।